আমরা মৃত্তিকা দূষণ, শব্দ দূষণ, জল দূষণ ও বায়ু দূষণের নাম শুনেছি, কিন্তু আমরা কি আলোক দূষণ বা Light Pollution এর নাম শুনেছি?
বৈদ্যুতিক শক্তির দ্বারা সঞ্চালিত আলো যখন বায়ুমন্ডলে নিজের আধিপত্য বিস্তার করে আশেপাশের আঁধারি পরিবেশকে আলোকিত করে তোলে এবং বিভিন্ন প্রাণীর স্বাভাবিক জীবনযাত্রা বিষাদময় হয়ে ওঠে, তখন এই ঘটনাকে বলা হয় আলোক দূষণ।
বর্তমানে কৃত্রিম আলোর ব্যবহার ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, যার ফলে পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে রাতের অন্ধকার। বিজ্ঞানীরা বলছেন, ২০১২ থেকে ২০১৬ সালের মধ্যে প্রতি বছরে কৃত্রিম আলোর পরিধি বেড়েছে দুই শতাংশ। এই মাত্রাতিরিক্ত আলোর তীব্রতা সৃষ্টি করেছে আলোক দূষণের। যার ফলস্বরূপ জীবজগতের ওপর ক্ষতিকারক প্রভাব পড়ছে। বিভিন্ন পশু, পাখিসহ জলজ প্রাণীর আলোক দূষণের ফলে মৃত্যু ঘটছে। এমনকি মানব জীবনের উপরেও এর প্রভাব পড়ছে। আলোক দূষণ মানুষের দেহে জন্ম দিচ্ছে বিভিন্ন রোগের। আলোক দূষণ অন্ধকার ও আলোর ভারসাম্যকে বিনষ্ট করছে। যার জন্য পরিবেশ সহ সমগ্র বাস্তুতন্ত্রের ব্যাপক ক্ষতির মুখে পড়তে চলেছে।
সংগৃহিত