Samsun Nahar Priya-
স্ট্রেস রিলেটেড হরমোন তথা সি আর এইচ (CRH) হরমোন এজন্য দায়ী। CRH- Corticotrophin releasing hormone হলো স্ট্রেস হরমোন, আমরা যখন অনেক চিন্তা করি তখন এই হরমোন ত্বকের সেবাসিয়াস গ্রন্থির রিসেপ্টরগুলোকে বাইন্ড তথা আবদ্ধ করে যার ফলে ত্বকে প্রচুর তৈল উৎপাদন ঘটে। এবং এই তৈল এর ফলে ত্বকে ব্রণ হয়।