Maruf Hasan Shishir-
২ টা জিনিস কাজ করে এখানে। প্রথম টা হল এটস্ফেয়ারিক প্রেশার আর ২য় টা হলো গ্রাভিটি। তবে এটা করার জন্য নল কে সম্পূর্ণ তরল দ্বারা পূর্ণ করতে হবে আগে। এখানে ছোটো বোতলের প্রান্তে নলের যে মুখ আছে সেখানে দিয়ে গ্রাভিটির দরুন তরল গুলো বের হয়ে আসছে। আর বড় বতলের ভিতর ক্রমাগত বাতাস চাপ দিয়ে তরল কে নল দিয়ে উপরে তুলছে। তাই গ্রাভিটি দ্বারা নল থেকে তরল বের হয়ে নলের ভিতর ফাঁকা স্থান তৈরি করলেও বাতাসের চাপ বড় বোতলের তরল কে ঠেলা দিয়ে প্রতিনিয়ত সেই ফাঁকা স্থান গুলো তরল দ্বারা পূর্ণ করতে সাহায্য করে। এই জন্য প্রক্রিয়াটি ক্রমাগত হতেই থাকে। তবে খেয়াল রাখতে হবে নলের লুপ এর উচ্চতা নির্ভর করবে তরলের প্রকৃতির উপর, যেমন যদি মারকারি নেন তো লুপ এর উচ্চতা ৭৬সেমি এর বেশি হওয়া যাবেনা। কারন বাতাসের চাপ মারকারি কে ৭৬ সেমি এর বেশি তুলতেই পারবেনা।তাই বাতাসের চাপ আর নলের ফাঁকা স্থান গুলো কে তরল দ্বারা পূর্ণ করতে পারবেনা। প্রক্রিয়াটি বন্ধও হয়ে যাবে।