প্রথমত এটি এক প্রকার স্পর্শ বল। কারণ আপনি স্পর্শ করে একে সামনের দিকে ধাক্কা দিচ্ছেন। তাই এটি সামনের দিকে অগ্রসর হচ্ছে। এখন যদি বাস্তব ক্ষেত্রে আমরা বিবেচনা করি, এখানে কি শুধুমাত্র এই একটা বল ই কাজ করছে? না, এই একটা বল কাজ করলে বস্তু টা আজীবন সামনের দিকে সরে যেতে থাকতো। বস্তুটা প্রকৃতপক্ষে কিছুদূর সামনে গিয়ে থেমে যায়। এর কারণ হলো, বস্তুটা যে তলে রাখা আছে তার সাথে বস্তুর ঘর্ষণ বল আর বাতাস এর প্লবতা এই অগ্রসর হওয়াকে বাঁধা দেয়।