পেট্রোল, ডিজেল বা অন্যান্য তরল জ্বালানিবাহী ট্যাংকের বা ট্রাকের সাথে ধাতক শিকল লাগানো থাকে, যা ট্রাক চলার সময় রাস্তা ছুয়ে ছুয়ে যায়। যখন রাস্তা দিয়ে ট্রাক চলে তখন পেট্রোল ট্যাংকের গায়ে বার বার ধাক্কা খায় খায় এবং এদিক ওদিক দুলতে থাকে। ট্যাংকের সাথে পেট্রোলের এই ঘর্ষনের ফলে আধান সঞ্চিত হয়। যদি ট্যাংকের কিনারা থেকে একটা স্ফুলিঙ্গ সৃষ্টি হয় তাহলে মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে দেখা যেতে পারে। এবং পেট্রোলে আগুন ধরে যেতে পারে। কাজের পেট্রোল আধানের জন্য নিরাপদ স্থান নয়। ট্যাংকের পেছনে শিকল লাগিয়ে এই তড়িৎ ভুমিতে চলে যাবার পথ তৈরি করে দেওয়া হয়। যেহেতু ধাতু খুব ভালো পরিবাহি, তাই তড়িত ধীরে ধীরে ধাতক শিকলের মধ্য দিয়ে মাটিতে চলে যায়।