Audrita Roy
সেগুলো ওদের ভাষা ৷ তবে আমরা যেমন অন্য দেশের ভাষা ( না শিখলে বা না পারলে ) পারি না , তেমনি ওদের ভাষা পারি না ৷ এর ফলে কারো কারো বদ্ধমূল ধারণা হয় পাখিদের নিজস্ব কোনো ভাষা নেই ৷ পাখিরা যে শব্দগুলো করে সেগুলো ওদের যোগাযোগ মাধ্যম ( এক প্রকার ভাষা বলা যেতে পারে ) বলেছেন গবেষকরা ৷ তবে তাদের কথাগুলো পরিপূর্ণ থাকে না , ফলে আমরা এবং তারা একে অন্যের ভাষা বুঝে উঠতে পারি না ৷
মানুষ আর পশু-পাখির শারীরিক গঠনে অনেক পার্থক্য। এ কারণেই মানুষ কথা বলতে পারে, অন্য কোনো প্রাণী পারে না। ‘ব্রোকা’স এরিয়া’ নামক মস্তিষ্কের একটা অংশের উপরে অনেকটাই নির্ভরশীল আমাদের কথা বলার ব্যাপারটা। এই অংশটা মানুষের যেমন, অন্য কোনো প্রাণীর তেমন নয়। পশু-পাখির কণ্ঠনালী, দাঁত, চোয়াল- কোনোটাই কথা বলার জন্য খুব একটা উপযোগী নয়।