এর কোন বিজ্ঞানসম্মত উত্তর এখনো জানা যায়নি। তবে সাধারণত দেহের খোলা অংশ দিয়ে সহজেই রক্তের ঘ্রাণ পায় মশা। আর আমাদের শরীরের পা ও কানই খোলা থাকে বেশি। তাই মশা এ দুই জায়গায় কামড়ায় বেশি। মুখ খোলা থাকলেও নাকের নিঃশ্বাস মশাকে বসতে দেয়না, অন্যদকে কপাল টানটান হওয়ায় সহজে শূড় বসেনা। তাই কানের কাছেই যত আশা। আবার কান দিয়ে যেহেতু শুনি আমরা তাই কানের কাছের মশার খোঁজ পাই, অন্য জায়গারটা কামড় না দিলে টের পাইনা। খালি গায়ে মশারি ছাড়া নড়েচড়ে না, স্থির হয়ে থাকুন। দেখবেন কানের চেয়ে পিঠে বা কোমরে বা পায়ে বেশি কামড়াচ্ছে বা এর চারপাশে উড়ছে।