পশু পাখিদের আবাসস্থল হলো প্রকৃতিতেই। তাই তারা এমন সময়ে সহবাস করে, যাতে তাদের বাচ্চা হলে তারা তাদের উপযোগী সেরা পরিবেশটা পায় প্রকৃতিতে বেচে থাকার জন্য।
কয়েকটা ফ্যাক্টর কাজ করে এখানে - দেহানুকূল তাপমাত্রা, খাবার ও পানির প্রাপ্যতা এবং পশু-পাখিদের নিজস্ব ইন্সটিক্ট বা বৈশিষ্ট্য।
এ সবকিছু মিলিয়ে তাদের মেটিং সিজন কাজ করে।
তথ্যসূত্র