টিনের ঘরে শীতের তীব্রতা তুলনামূলক বেশি হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। যেমন;
- টিন তাপ সুপরিবাহী। ফলস্বরূপ, কক্ষের অভ্যন্তরের উষ্ণতা সহজেই শোষণ করে নেয়। এতে তাপ বাইরে চলে যায়৷ অন্যদিকে, বাইরের ঠান্ডা আবহ বেশি হওয়ায় টিনের পরিবাহী ক্ষমতার মাধ্যমে খুব স্বাভাবিক ভাবেই কক্ষের ভেতরের পরিবেশকে ঠান্ডা করে ফেলে।
- টিনের ঘর যতই বায়ু প্রবাহরোধী করার চেষ্টা করা হোক, তবুও গাঠনিক কারণে ঘরকে সম্পূর্ণ সীল করা যায় না৷ এতে ভেতরে গরম বাতাস ফাকা স্থান দিয়ে বাইরে প্রবাহিত হয়ে যায় এবং একই ভাবে বাহিরের ঠান্ডা বাতাস ভেতরে প্রবেশ করে।
- বিপরীত দিকে, পাকা ঘরে উল্লেখযোগ্য কোনো ফাকা না থাকার ফলে বায়ু প্রবাহ সম্ভব হয় না। তাই, কক্ষের আভ্যন্তরীন তাপমাত্রা উত্তর উত্তর বৃদ্ধি পেতে থাকে। আবার, সিমেন্টের তৈরি দেয়াল তাপ অপরিবাহী! এজন্যই, এমন কক্ষ থেকে তাপ বিনিময়ের পরিমাণ প্রায় শূন্য।
- নাহিদ জাহান ভূঁইয়া। Student Executive : Science Bee