Fahimuzzaman Fahim-
নিউটনের তৃতীয় সূত্রানুযায়ী প্রত্যেকটা বস্তুর ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল রয়েছে। অর্থাৎ আপনি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে উক্ত বস্তু ও আপনার প্রতি সমান প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে। আমরা যখন হাঁটি তখন নিউটনের তৃতীয় সূত্র কাজে লাগিয়ে হাঁটি। আমরা যখন মাটির উপর বল প্রয়োগ করি তখন মাটি ও আমাদের উপর সমান প্রতিক্রিয়া বল প্রয়োগ করে যার দরুন আমরা হাঁটতে পারি। শক্ত মাটির উপর আমরা খুব সহজেই বল প্রয়োগ করতে পারি তাই খুব ইজিলি আমরা হাঁটতেও পারি কিন্ত যখন ঝুরঝুরে বালুর উপর বল প্রয়োগ করি তখন বালু সরে যায় তাই নিউটনের তৃতীয় সূত্রানুযায়ী পালটা বলটাও ঠিকভাবে পাওয়া যায় না। ব্যাপার টা আরো অনেক স্পষ্ট করে দেয়া যায় যদি কাউকে অসম্ভব মসৃণ একটা মেঝেতে সাবান পানি কিংবা তেল দিয়ে পিচ্ছিল করে হাঁটতে দেয়া হয়। সেখানে ঘর্ষণ খুব কম, তাই আমরা পেছনে বল প্রয়োগ করতেই পারব না এবং সে জন্য প্রতিক্রিয়া হিসেবে আমাদের ওপর কোনো বলও পাব না! তাই হাঁটতেও পারবো না।