বালুতে প্রতিক্রিয়া কম হয় বলে বালুতে হাঁটা কষ্টকর। হাঁটার সময় আমরা পায়ের সাহায্যে রাস্তার ওপর যে ক্রিয়া করি, রাস্তার পৃষ্ঠ তার প্রতিক্রিয়া ফিরিয়ে দেয়। আমরা পেছন দিকে ক্রিয়া করি ফলে রাস্তার প্রতিক্রিয়া আমাদের সামনে ঠেলে দেয়। বালুর কণাগুলো সরণের মাধ্যমে আমাদের প্রযুক্ত বলকে কাজে রূপান্তরিত করে ফেলে। পিচের রাস্তার মতো প্রতিক্রিয়া দেয় না। এই কারণে বালুতে হাঁটা কষ্টকর।