কারণ, আমাদের শরীরে যখন কোনো ভাইরাস আক্রমণ করে , তখন তা প্রতিহত করার জন্য শরীরে প্রচুর আন্টিবডি তৈরী হয় এবং তারা ভাইরাসের বিরুদ্ধে ক্রমাগত লড়াই করতে থাকে , ফলে আমাদের শরীরের তাপমাত্রা বেড়ে যায় এবং জ্বর অনুভূত হয়।
একই সমস্যা দেখা দেয় , শরীরে ভ্যাক্সিন প্রয়োগ করলে । কেননা তখনো ভ্যাক্সিন ভাইরাসের বিরুদ্ধে আমাদের শরীরে আন্টিবডি প্রস্তুত করে থাকে।