হতে পারে। হাসি সম্পর্কিত একটা রোগ আছে। ভয়ানক এক হাসির রোগের নাম জিলাস্টিক সিজার (যা gelastic epilepsy নামেও পরিচিত)। সদ্য সিজার/খিচুনী হয়েছে এমন রোগীর মধ্যেই এই সমস্যা বেশি দেখা যায়। এক্ষেত্রে অকারণে অস্বাভাবিক শব্দ করে হাসতে থাকেন রোগী। সেই হাসি আনন্দের থেকে অনেক বেশি কষ্টের।
জিলাস্টিক সিজারে আক্রান্ত রোগীরা টানা এক মিনিট পর্যন্ত হাসতে পারেন। হাসির উপর তাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না। হাসি থামলে শরীরে ভয়ানক কষ্ট হয়। ব্রেন টিউমারের কারণেও জিলাস্টিক সিজারে আক্রান্তের সম্ভাবনা থাকে।