পেনিসিলিন এক প্রকার অ্যান্টিবায়োটিক। এটি পেনিসিলিয়াম (Penicillium) নামক ছত্রাক তৈরি করা হয়। ব্যাক্টেরিয়ার কোষপ্রাচীরের পেপটিডোগ্লাইকেন সংশ্লেষণ বন্ধ করে পেনিসিলিন কাজ করে থাকে।পেনিসিলিন মূলত ব্যাক্টেরিয়াজনিত রোগ নিরাময়ে কাজ কর যদিওবা এখন অনেক ব্যাক্টেরিয়া এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে।
কিন্তু করোনা ভাইরাস হচ্ছে এক ধরনের ভাইরাস।যার বৈশিষ্ট্য ব্যাক্টেরিয়া থেকে সম্পূর্ন ভিন্ন।তাই পেনিসিলিনকে এর প্রতিষেধক হিসেবে ব্যাবহার করা যায় না।