Samsun Nahar Priya-
কান্না একটি স্বাভাবিক প্রতিক্রিয়া। পৃথিবীতে প্রতিটি মানুষই কান্না করে থাকে কিন্তু মাঝে মাঝে দেখা যায় খুব কান্না করতে ইচ্ছা হলেও চোখ দিয়ে পানি আসে না। এর পিছনে অনেক কারন থাকে। চোখের পানি উৎপাদনের জন্য অশ্রুগ্রন্থি কাজ করে থাকে। কিন্তু যখন এই অশ্রুগ্রন্থিতে বাধা সৃষ্টি হয় তখনই চোখের পানি তৈরিতে ব্যাঘাত ঘটে। এরকমটি কিছু নির্দিষ্ট কারনে ঘটে। যেমনঃ অতিরিক্ত অ্যান্টিডিপ্রেসেন্টস ওষুধ গ্রহন, জন্মবিরতিকরণ পিল গ্রহন, হরমোনাল ইমব্যালেন্স, আইলিড ডিসঅর্ডার, ডায়াবেটিস মেলিটাস প্রভৃতি কারনে অশ্রুগ্রন্থি কাজ করতে বাধাপ্রাপ্ত হয় তাই নির্দিষ্ট সময় পর কান্না করতে চাইলেও পানি আসে না।