না,শুধুমাত্র মাস্ক পড়ে করোনা ভাইরাস প্রতিরোধ সম্ভব নয়। আমরা সকলেই কম বেশি জানি করোনা ভাইরাস একটি সংক্রামক ব্যাধি। এটি বিভিন্নভাবে ছড়াতে পারে। আমরা যদি অপরিস্কার হাতে চোখে,মুখে ও নাক স্পর্শ করি তবে আমরা করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার আশঙ্খা রয়েছে।মাস্ক ব্যবহার করার মূল কারণ হচ্ছে আমরা হাঁচি,কাশি দেওয়ার সময় যেন অন্যকে সংক্রমিত না করি এবং অন্যের হাঁচি কাশির দ্ধারা আমরা যেন আক্রান্ত না হই।এছাড়াও সরাসরি হাত দিয়ে নাক মুখ স্পর্শ না করার জন্য এর ব্যাবহার।