Abrar Islam Ador
হটাত আপনি একদিন খুব সকালে ঘুম থেকে উঠে আপনার পরীক্ষার পড়া রিভিশন দিলেন। তারপর রেডি হয়ে কলেজে গেলেন পরীক্ষা দেয়ার জন্য। কিন্তু যেয়ে দেখলেন আজকে পরীক্ষা নেই। পরীক্ষা হচ্ছে কালকে। এমনকি আপনি দেখলেন আপনার মতই আপনার সাথের অনেক সহপাঠীও কলেজে যেয়ে উপস্থিত হয়েছে পরীক্ষা দেয়ার জন্য। কিন্তু সবাই মিলেই জানলেন যে পরীক্ষা আজকে নয় কালকে। পরীক্ষার রুটিন দেখেও তারিখ মিলিয়ে শিউর হলেন আসলেই পরীক্ষা আজকে ছিল না। তাহলে আপনি কেন আসলেন?
যদি এমন টাইপের কিছু আপনার সাথে হয়ে থাকে তাহলে বুঝে নিবেন আপনি ম্যান্ডেলা ইফেক্ট এর শিকার।
উপরের ঘটনাটি সম্পূর্ণ কাল্পনিক, কিন্তু আশ্চর্যজনক হলেও সত্যি যে এটিই মূলত ম্যান্ডেলা ইফেক্ট। এবং এ ধরনের ঘটনা আমাদের সবার সাথে হরহামেশা ঘটে থাকে, আমরা বুঝতেও ঠিকমত পারিনা। অনেক বার ঘটেছেও।
এভাবেই আপনার স্মৃতিতে থাকা কোন ঘটনা কি হঠাৎ পাল্টে গেছে? যদি পাল্টে যায় তাহলে এটি বিখ্যাত ম্যান্ডেলা ইফেক্ট।
ম্যান্ডেলা ইফেক্ট -এই নামটি এসেছে স্ব-ঘোষিত প্যারানরমাল কনসালটেন্ট ফিওনা ব্রুমের কাছে থেকে।
এখন যদি আপনি আমার কথা মানতে না পারেন তাহলে কিছু উদাহরণ শুনুনঃ
"What If I told you everything you knew was a lie."
মরফিয়াসের বলা এই বিখ্যাত বাক্যটি ম্যাট্রিক্স মুভির সেই বিখ্যাত পিল দৃশ্য থেকে নেওয়া। এই বাক্য এতই জনপ্রিয় যে অনেক মিম আর ট্রল পেইজ এখনো এই বাক্যকে ম্যাট্রিক্স মুভির বাক্য বলে দিয়ে থাকে। কিন্তু মজার ব্যাপার হলো, এ বাক্যটি ম্যাট্রিক্স মুভিতেই নেই, কখনোই ছিল না। মরফিয়াস কখনোই নিওকে এমন কিছু বলেইনি।
আবার ''দ্য সাইলেন্স অফ দ্য ল্যাম্বস'' মুভির একটি দৃশ্যে, যেখানে ক্লারিস স্টার্লিং প্রথম যখন হ্যানিবল লেকটারের সাথে দেখা করে তখন তাঁকে কি বলে? মনে আছে আপনার? যদি আপনার উত্তর "হ্যালো ক্লারিস" হয়, তাহলে আপনি ভুল করেছেন। হ্যানিবল লেকটার সেখানে বলেছিল, "গুড মর্নিং।"
আমরা নেলসন ম্যান্ডেলাকে সবাই চিনি। উনি কবে মারা গেছেন বলেন তো দেখি?
উনি যখন ২৭ বছর জেল খেটেছেন তখন জেলে মারা গিয়েছেন নাকি ২০১৩ সালে মারা গেছেন? বলতে পারবেন?
যদি আপনার উত্তর হয় জেলে মারা গিয়েছেন, তাহল আপনিও ম্যান্ডেলা ইফেক্ট এর শিকার।
উনি মারা গেছেন ৫ই ডিসেম্বর ২০১৩ সালে। অনেকেই দাবি করেন উনি ১৯৮০ সালে মারা গেছেন। এমনকি উনার শেষকৃত্যতে ও অংশগ্রহন করেছিলেন। কিন্তু এই দাবিটি নিতান্তই ভুল ছিল। এই দাবিটি কিন্তু কেউ ১৯৯৪ তে যখন তিনি প্রথম কৃষ্ণাঙ প্রেসিন্ডেন্ট হন তখনও করেনি। করেছে উনি যখন মারা যান ২০১৩ তে তখন।
ফিওনা ব্রুমের এই ইফেক্টের কথা ২০০৯ সালে বললেও তখন কেউ এটি বিশ্বাস করেননি। সবার নজরে আসে তখন, যখন তিনি নেলসন ম্যান্ডেলার এই বিষয় নিয়ে একটি বই লিখেন ম্যান্ডেলা ইফেক্ট নিয়ে। তখন থেকেই সবাই ধীরে ধীরে এই ম্যান্ডেলা ইফেক্ট কে বুজতে পারে, জানতে পারে।