একটি ইমেজ সেন্সর কিভাবে একটি দৃশ্য স্ক্যান করবে সেটা বোঝানোর একটি টেকনিক্যাল টার্ম হলো "রোলিং শাটার ইফেক্ট"। যদি সেন্সরে এই ইফেক্ট বিদ্যমান থাকে তাহলে ক্যামেরা পর্যায়ক্রমে একই বস্তুর বিভিন্ন আঙ্গিকে দৃশ্যগুলো ধারণ করবে। এই শাটার ইফেক্টে একটি ক্যামেরার মাধ্যমেই তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট বস্তুটির শট না নিয়ে অনুভূমিক, উলম্ব ভাবে স্ক্যান করা হয়। যেমন: কোনো বস্তুর ছবি/ভিডিও ধারণের সময় ডানে বামে, উপর নিচে সব দিক থেকেই ধাপে ধাপে স্ক্যান করে দৃশ্যধারণ করা হয়, যেখানে রোলিং শাটার এর বিপরীত "গ্লোবাল শাটারে" এক শটেই যতটুকু দৃশ্য আসে সেটুকুই স্ক্যান করে চিত্রিত হয়। সাধারণত CCD সেন্সরের বেশিরভাগই গ্লোবাল শাটার। তবে, আধুনিক ক্যামেরাগুলিতে থাকা CMO সেন্সরে এখন "রোলিং শাটার ইফেক্ট" উপস্থিত থাকে। সম্প্রতি ভিডিও এবং চলচ্চিত্রে রোলিং শাটার ইফেক্ট এর ব্যবহার বৃদ্ধি পেয়েছে।
©সুমাইয়া রিফা