Nishat Tasnim-
ফ্যানের পাখা গুলো একই জায়গা থেকে দ্রুত গতিতে অনবরত ঘুরতে থাকে, এতে করে ফ্যানের পাখার মধ্যে স্থির বিদ্যুৎ তৈরি হয়। স্থির বিদ্যুৎ তৈরির প্রধান কারণ হলো ফ্যানের পাখা এবং বাতাসের উপাদানসমূহ মধ্যকার অনবরত ঘর্ষণ। এতে করে ধুলাবালি ও একই সঙ্গে কিছুটা চার্জিত হয়। যার ফলে ধুলাবালি ফ্যানের সংস্পর্শে আসার সাথে সাথে ঘূর্ণনরত পাখার মধ্যে আটকে যায়।
এখন যেহেতু ফ্যানের পাখা গুলো দ্রুতগতিতে ঘুরতে থাকে, এতে পেছন থেকে বাতাস ফ্যানের ভেতর দিয়ে সামনে আসে, যার কারণে ফ্যানের নিচের অংশের চেয়ে উপরের অংশে ধুলাবালি বেশি হয়।
©ফারুক হোসেন