ফ্যান থেকে কেন গরম বাতাস বের হয় তা বুঝার জন্য হলে ফ্যান কিভাবে কাজ করে তা বুঝতে হবে। বৈদ্যুতিক পাখা বা ফ্যান ঘোরে একটি মোটরের সাহায্যে। মোটর যখন ঘোরে তখন এর সঙ্গে থাকা স্টিলের ব্লেডগুলোও ঘুরতে থাকে। সঙ্গে সঙ্গে আমরা শরীরে শীতল বাতাস অনুভব করি। কিন্তু এই ব্লেডগুলো মোটেও বাতাস উৎপাদন করে না। তাহলে বাতাস কিভাবে আসে? আমাদের চারপাশ পুরোটাই বায়ু পরিপূর্ণ। বৈদ্যুতিক পাখা শুধু বায়ুকে একটু ঘূর্ণন অবস্থায় একীভূত করে আনে। মানে স্থির বাতাস যখন নড়াচড়া করতে শুরু করে, তখন তা আমাদের শরীরে এসে লাগে। ব্লেডগুলো নিচের দিকে একটু বাঁকানো থাকে। তাই ব্লেডগুলো ঘোরার সঙ্গে সঙ্গে নিম্নমুখী চাপ সৃষ্টি হয়। ফলে বাতাস ওপরে না গিয়ে নিচের দিকে আসে। এখন রুম টেম্পারেচার বা ঘরের তাপমাত্রা যদি অতিরিক্ত গরম থাকে তাহলে গরম বাতাস আসবে, আর কিছুটা স্বাভাবিক থাকলে ঠান্ডা বাতাস অনুভূত হবে। তো বেসিক্যালি, ফ্যান কোনো বাতাস উৎপাদন করছে না, বরং আমাদের চারপাশের বায়ুকে একীভূত করে হাওয়া দিচ্ছে, এখন এই রুম টেম্পারেচার গরম নাকি ঠান্ডা, তার উপর নির্ভর করে গরম বাতাস পাবো নাকি ঠান্ডা বাতাস।