Nishat Tasnim-
সকাল বেলা ঘুম থেকে উঠলে চোখে যে ময়লা থাকে তাকে বলে Sleep Crust। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলে Rheum। স্লিপ ক্রাস্ট হলো মূলত মিউকাস, এক্সফোলিয়েট ত্বক কোষ, তেল, অশ্রুর সংমিশ্রণে তৈরি। এটি তৈরি হওয়া চোখের একটি স্বাভাবিক প্রক্রিয়া। দিনে বেলা আমরা যখন বার বার চোখের পাতা ফেলি তখন এই উপাদানগুলো চোখের পানিতে ধুয়ে যায়। কিন্তু রাতের বেলা ঘুমের মধ্যে চোখের পাতা ফেলা হয়না, যার জন্য গ্রাভিটি এর প্রভাবে চোখের কোণে ময়লাগুলো জমে থাকে। যাদের চোখে অ্যালার্জি আছে বা চোখ শুষ্ক থাকে তাদের চোখে বেশি ময়লা জমে।