মহাকাশে কোন বস্তু রকেটে পাঠাতে প্রতি পাউন্ড এ খরচ হয় ১০ হাজার ডলার বা ৮ লক্ষ ৪০ হাজার টাকা। তাহলে মাহাকাশে এক কেজি ময়লা/প্লাস্টিক পাঠাতে খরচ হবে ১৮ লক্ষ ৪৮ হাজার টাকা। এখন আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আমরা কেন পৃথিবীর সকল ময়লা/প্লাস্টিক রকেট-এ করে মহাশূন্যে পাঠাই না?
তারপরেও আমরা তর্কের খাতিরে ধরে নিলাম পৃথিবীর সব দেশ মহাকাশে সকল ময়লা/প্লাস্টিক পাঠাতে রাজি হয়ে গেল। তখন কি হবে?
আমাদের পাঠানো সকল ময়লা/প্লাস্টিকগুলো পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকবে ঘণ্টায় ২৮,২০০ কিলোমিটার গতিতে। যা কোন স্যাটালাইট কিংবা স্পেস ক্রাফট কে নষ্ট করে দেয়ার জন্য যথেষ্ট। এগুলোকে বলা হয় স্পেস জাঙ্ক বা স্পেস ডিবরি। নাসার মতে বর্তমানে ৫০,০০০০ মানব সৃষ্ট স্পেস জাঙ্ক পৃথিবীকে প্রদক্ষিণ করছে (যা সৃষ্টি হয়েছে স্যাটালাইট এবং স্পেস ক্রাফটের ধ্বংসাবশেষ থেকে)। বর্তমানে বিজ্ঞানীরা স্পেস জাঙ্ক নিয়ে খুবি আতঙ্কিত, কারণ দিন দিন যদি এভাবে মহাকাশে স্পেস জাঙ্ক বাড়তে থাকে তাহলে আমাদের ভবিষ্যৎ মহাকাশ যাত্রা হুমকির মুখে পরবে।
স্পেস জাঙ্ক সম্বন্ধে আরও জানতে নাসার এই আর্টিকেল টি পড়তে পারেন।
Space Debris and Human Spacecraft
@Mohaiminul Islam Bicky