জিহবায় স্বাদ কুড়ি বা টেস্ট বাড থাকে। যেগুলো আমাদের টক ঝাল মিষ্টি কিংবা তেতো অনুভুতি দেয়। কোন কারণে যদি টেস্ট বাডে ইনফেকশন হয়,সেইটা ফুলে যায়। তখনই সাদা কিংবা ক্ষেত্র বিশেষে জিহবা হলুদ দেখায়। বেশীরভাগ ক্ষেত্রেই এর জন্য দায়ী Candida Albicans নামে একধরনের ছত্রাক।এছাড়া মুখের ভেতরটা বেশী শুষ্ক থাকলে এমনটা হতে পারে।