সিনেমার পর্দা খসখসে হওয়ার কারণ-- আলোর প্রতিফলন ব্যাপারটা দুরকমের।একটা নিয়মিত ও অপরটি বিক্ষিপ্ত।নিয়মিত ব্যাপারটা এরকম ,ধরুন আপনি আয়নাতে সূর্যের আলো ফেললেন ,এবার আপনি আলোটা কে লক্ষ্য করুন,দেখুন একটি নির্দিষ্ট দিকে এবং নির্দিষ্ট সরলরেখায় গিয়ে একটি দেওয়ালে গিয়ে পড়ছে।এবার আয়নার আলো দেওয়ালের অন্য জায়গায় ফেলতে চাইলে আপনাকে আয়নাটাকে ঘোরাতে হবে বা বাঁকাতে হবে।এখন প্রশ্ন হল ,এটা করতে হচ্ছে কেন?কারণ,আলোর নিয়মিত প্রতিফলন।নিয়মিত প্রতিফলনে আলো যে কোণে প্রতিফলক তলের উপর আপতিত হয় ঠিক সেই কোনই আবার প্রতিফলিত হয়।এক্ষেত্রে, আয়না প্রতিফলক তল।যদি আলো 30ডিগ্রি কোণে আপতিত হয়,তাহলে 30 ডিগ্রি কোণে প্রতিফলিত হবে।এই জন্য আয়না ঘোরাতে হচ্ছিল।এখন,প্রতিফলন কেমন হবার সম্ভাবনা বেশি সেটা নির্ভর করে প্রতিফলক তলের প্রকৃতির উপর।তল যদি মসৃণ হয় তাহলে নিয়মিত প্রতিফলন সুযোগ বেশি থাকে।আর তল যদি অমসৃণ হয় তাহলে বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে।বিক্ষিপ্ত প্রতিফলনের ফলে ,আলো চারদিকে ছড়িয়ে পড়ে।এই বিক্ষিপ্ত প্রতিফলনের ফলেই আমরা সমস্ত বস্তু বা এই জগৎকে দেখতে পায়।
বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে, আলো যে বিন্দু থেকে আলো প্রতিফলিত হচ্ছে তা কিন্তু সমান ও মসৃণ।এবার আপনি গোটা তলটাকে কল্পনা করুন ,কত বিন্দু পাওয়া যেতে পারে?অসংখ্য তাই না?তাই অসংখ্য বিন্দুতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে যা সম্মিলিত ভাবে অনিয়মিত প্রতিফলন তৈরি করে।সিনেমার খসখসে পর্দায় ঠিক এটাই ঘটে আলোর বিক্ষিপ্তভাবে প্রতিফলন।ফলে দর্শকদের যে যেখানেই বসে থাকুক না কেন,সকলের চোখেই আলো পৌঁছায় এবং সিনেমা দেখতে পায়।
এবার আসি সাদা হয় কেন প্রসঙ্গে।সাদা কিন্তু কোন রং নয়।আমাদের চোখে সাদা জিনিস সাদা লাগে কারণ যে সাতটি রং আছে(বেগুনি,নীল, আকাশি,সবুজ,হলুদ,কমলা,লাল) তার সবগুলোর প্রতিফলন ঘটে,ফলে সাদা দেখি।আপনি বুঝতেই পারছেন ,পর্দা সাদা হওয়ায় দর্শকদের চোখে সব রংগুলি ফিরে আসে ,ফলে ছবি রঙিন ও ঝকঝকে হয়,বা আমরা দেখি।