আমেরিকার Shakealert নামের একটা আর্লি ওয়ার্নিং সিস্টেম মূলত এই কাজটা করে।
তারা ১৬৭৫ সিসমিক সেন্সরের নেটওয়ার্ক ব্যবহার করে৷ কোথাও ভূমিকম্প হলে তারা টের পায়৷ ৪.৫ বা তার বেশী মাত্রার ভূমিকম্প হলে, তারা ডিরেক্টলি গুগলকে আপডেট দেয়৷
ঐটা এন্ড্রয়েড সিস্টেমে আমাদেরকে দেখায়।