Nishat Tasnim
আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা ৯৮.৬°F বা ৩৭°C। কিন্তু সাধারণ পানির তাপমাত্রা আমাদের শরীরের তাপমাত্রা থেকে কম। হঠাৎ করে গায়ে বা মুখে পানি পড়লে শরীরের তাপমাত্রার বড় পরিবর্তন আসে, যেটা অত্যান্ত কম সময়ের মধ্যে নার্ভাস সিস্টেম কাছে একটি ইলেক্ট্রিক শকের মত। এই ইলেক্ট্রিক শকের ফলে কেউ অজ্ঞান হয়ে গেলে তার মুখে পানি দিলে জেগে উঠে।