শারীরবিদ্যা বা anatomy, চিকিৎসা বিজ্ঞান এবং জীববিজ্ঞানের একটি শাখা যেখানে জীবন্ত বস্তুর গঠন নিয়ে আলোচনা করা হয় । শুদ্ধ প্রাণিবিজ্ঞানের প্রধান শাখা, এ শাখায় প্রাণিদেহের অভ্যন্তরীণ গঠন, বিভিন্ন তন্ত্রের অবস্থান ইত্যাদি আলোচনা করা হয়। শারীরস্থান এর ইংরেজি শব্দ এনাটমী এর উদ্ভব গ্রিক শব্দ এনা যার অর্থ হচ্ছে উপর এবং টম যার অর্থ হচ্ছে ব্যবচ্ছেদ। শারীরস্থান এর শিক্ষা গ্রহণ করার প্রক্রিয়া হচ্ছে ব্যবচ্ছেদ করার মাধ্যমে। সাধারণত শারীরস্থান বলতে মানবদেহের শারীরস্থান, প্রাণীদেহের শারীরস্থান এবং উদ্ভিদ দেহের শারীরস্থান ও সংযুক্ত। এছাড়াও শারীরস্থানের আরোও উপবিভাগও আছে, সেগুলো হচ্ছে- ভ্রুণবিদ্যা, কলাস্থানবিদ্যা,তুলনামূলক শারীরস্থানবিদ্যা, তুলনামূলক ভ্রুণবিদ্যা।
তাহলে বুঝতেই পারছেন, কঠিন আর খুবই বড়ো একটা বিষয়।
আরেকটা বড়ো বিষয় হচ্ছে, ফিজিওলজি। জীববিজ্ঞান বা চিকিৎসা বিজ্ঞান এর প্রধান শাখা এ দুটিই।