জাহাজ ভাঙ্গা অন্যতম ঝুঁকিপূর্ণ পেশা , প্রতি বছরই ১০-১৫ জন মানুষ মারা যায় , এই সেক্টরে অল্প ও নিম্নমানের যন্ত্রপাতি দিয়ে জাহাজ কাটে শ্রমিকরা । তাঁরা কোনধরনের তদন্ত বা পরীক্ষা নিরিক্ষা না করেই জাহাজ কাটা শুরু করে । ফলে রাসায়নিক অথবা তেজস্ক্রিয় দূষণে অতিমাত্রায় ভুগছে তাঁরা। অনেকসময় জাহাজের যন্ত্রপাতি বা স্টিল সিট পরে মৃত্যু হয় শ্রমিকদের ।