বৈদ্যুতিক পাখা ধীরে চলা আর দ্রুত চলার কারণে বিদ্যুৎ বিলের কোনো তারতম্য হবে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+12 টি ভোট
25,243 বার দেখা হয়েছে
"পদার্থবিজ্ঞান" বিভাগে করেছেন (123,400 পয়েন্ট)

4 উত্তর

+6 টি ভোট
করেছেন (105,570 পয়েন্ট)
সম্পাদিত করেছেন
আমাদের সবার মনে মাঝে মাঝে একটা প্রশ্ন ঘুরপাক খায় যে, ফ্যান জোরে বা আস্তে ঘুরলে কি বিদ্যুৎ খরচ কমবেশ হয়। আমরা সাধারণত দুই প্রকারের ফ্যান রেগুলেটর ব্যবহার করে থাকি।

(ক) ইলেকট্রিক্যাল রেগুলেটর
(খ) ইলেকট্রনিক রেগুলেটর।

ইলেকট্রিক্যাল রেগুলেটর তৈরি হয় ট্যাপিং যুক্ত ইন্ডাকটরের দ্বারা। বৈদ্যুতিক ফ্যান চলার সময় এই রেগুলেটর কমিয়ে দিলে ফ্যানের রোটেশন কমে কিন্তু রেগুলেটর গরম হয়। এই অপ্রয়োজনীয় উত্তাপের কারনে বৈদ্যুতিক পাওয়ার খরচ হয়। ফলে ইলেকট্রিক্যাল রেগুলেটর ব্যবহার করলে ফ্যানের গতি কম-বেশির সাথে রেগুলেটর লস যথাক্রমে বেশি ও কম হয় ফলে বৈদ্যুতিক পাখার গতি যাই হোক, বিদ্যুৎ খরচ প্রায় একই হয়।

অন্যদিকে ইলেকট্রনিক রেগুলেটর তৈরি হয় থাইরিস্টর জাতীয় ইলেকট্রনিক সুইচিং ডিভাইস দিয়ে। এতে অপ্রয়োজনীয় উত্তাপের পরিমাণ অত্যন্ত নগন্য থাকায় রেগুলেটর লস হয় না বললেই চলে। ফলে বৈদ্যুতিক পাখার গতি কমালে বিদ্যুৎ খরচ কমে এবং পাখার গতি বাড়ালে বিদ্যুৎ খরচ বাড়ে। তাই ইলেকট্রনিক রেগুলেটর ব্যবহার করলে ফ্যানের গতি কম হলে বিদ্যুৎ খরচও কম হয়।

তথ্যসূত্রঃ রোর বাংলা
+1 টি ভোট
করেছেন (71,360 পয়েন্ট)
ফ্যান স্পিডে চললে কি বিল বেশি উঠে?উত্তর  হ্যা অথবা না। তবে জেনে নিন কেন না!
একটি পাখার ভোল্টেজর মাত্রা নিয়ন্ত্রণ সম্পূর্ণরূপে তার নিয়ন্ত্রক বা রেগুলেটরের ওপর নির্ভরশীল। আর একটি পাখার ভোল্টেজের পরিমাণ তার ঘূর্ণন গতির সমানুপাতী, অর্থাৎ ভোল্টেজ যত বাড়বে, পাখার গতিও ততটাই বাড়বে।

এই মুহূর্তে, বাজারে মোটামুটি ২ ধরনের রেগুলেটর পাওয়া যায় —

ইলেক্ট্রিক রেগুলেটর (Electric Regulator): এই রেগুলেটরগুলিতে পাখার ভোল্টেজ হ্রাস করার জন্য রোধ বসানো থাকে। যখন পাখার ভোল্টেজ কমানো হয় তখন রোধটি উত্তপ্ত হয়ে ওঠে আর বিদ্যুৎ সরবরাহ কমার কারণে পাখার গতিও কমে যায়। কিন্তু এর ফলে পাখার ভোল্টেজ তথা গতি কমিয়ে যে বিদ্যুৎ বাঁঁচানো হয়, সেই বিদ্যুৎ এই রোধ-মধ্যস্থ তাপশক্তিতে রূপান্তরিত হয়ে যায়। অর্থাৎ শেষ পর্যন্ত, এই রেগুলেটরের মাধ্যমে পাখার গতি কমিয়ে বিদ্যুৎ খরচ বিশেষ কমে না বললেই চলে।

TRIAC based - Electronic Regulator ব্যবহারে আপনার ভোল্টেজ কন্ট্রোলের মাধ্যমে বিদ্যুৎ প্রদান হবে এতে বিদ্যুৎ বিল কম উঠবে।

 এই রেগুলেটরগুলিতে পাখার ভোল্টেজ হ্রাস করার জন্য মূলতঃ ট্রায়াক থাকে যার গেটে ট্রিগার নিয়ন্ত্রণ করে ফ্যানের ভোল্টেজের সাইন ওয়েভকে নিয়ন্ত্রণ করা হয় এবং ভোল্টেজের আরএমএস ভ্যালুকে পরিবর্তণ করে ফ্যানের গতি নিয়ন্ত্রণ করা হয়। এইগুলি কখনই গরম হয়ে ওঠে না, ফলে পাখা যখন কম গতিতে চলে তখন যথেষ্ট বিদ্যুৎ সাশ্রয় হয়। সাধারণত ইলেকট্রনিক রেগুলেটরগুলি ইলেক্ট্রিক রেগুলেটরগুলির থেকে প্রায় ৪০ শতাংশ বেশী বিদ্যুতসাশ্রয়ী।নিচে এর কার্যপন্থা দেয়া হলো( চিত্রে সার্কিট দেখ)

 তাই পরিশেষে বলা যেতে পারে, বৈদ্যুতিক পাখা কম গতিতে চালালে বিদ্যুৎ খরচ তখনই কম হবে যখন ইলেক্ট্রিক রেগুলেটরের পরিবর্তে ইলেকট্রনিক রেগুলেটর ব্যবহার করতে হবে।

তথ্যসূত্রঃ Quora
+1 টি ভোট
করেছেন (71,360 পয়েন্ট)
বিষয়টা এক কথায় না বলা যেতে পারে। তবে বিষয়টা রেগুলেটর এর উপর নির্ভর করে।

ইলেক্ট্রিক রেগুলেটর   রেগুলেটরগুলিতে পাখার ভোল্টেজ হ্রাস করার জন্য রোধ বসানো থাকে। যখন পাখার ভোল্টেজ কমানো হয় তখন রোধটি উত্তপ্ত হয়ে ওঠে আর বিদ্যুৎ সরবরাহ কমার কারণে পাখার গতিও কমে যায়।  এ রেগুলেটরে আপনি স্পিড কমালেও তা রোধ বাড়িয়ে বিদ্যুৎকে তাপে রুপান্তর করে তাই বিদ্যুৎ একই খরচ হয়।

TRIAC based - Electronic Regulator ব্যবহারে আপনার ভোল্টেজ কন্ট্রোলের মাধ্যমে বিদ্যুৎ প্রদান হবে এতে বিদ্যুৎ বিল কম উঠবে।এই সুইচ আপনি যেমন টা শক্তি পাখায় দিতে চাইবেন ঠিক ততটাই দেবে।ফলে সাশ্রয় হবে।

N J H Hridoy
0 টি ভোট
করেছেন (140 পয়েন্ট)
হ্যাঁ এবং না দুইটাই উত্তর হতে পারে। ডিপেন্ড করতেসে আপনি কোন রেগুলেটর ইউজ করতেছেন। এটা কি ইলেক্ট্রিক নাকি ইলেকট্রনিক?

ইলেকট্রিক হইলে বিলে পরিবর্তন আসবে না। কিন্তু ইলেকট্রনিক হইলে বিল কম আসবে।

এখন প্রশ্ন কেন?

-AC কারেন্ট কি সাইন ওয়েভ। তাই না? বিদ্যুৎ বিল ডিপেন্ড করে আপনি কতটুক বিদ্যুৎ খরচ করছেন তার উপর। বিদ্যুৎ খরচ নির্দেশ করে আপনি AC কারেন্টের সাইন ওয়েভের কতটুক ইউজ করছেন তার উপর। তারমানে আপনি যদি সাইন ওয়েভ ১০০% ইউজ না করেন তাইলে আপনার বিল কম আসবে আর যদি পুরাপুরি ইউজ করেন তাইলে বিল বেশি আসবে।

এখন আসি ইলেকট্রিক রেগুলেটর ক্যামনে কাজ করে? এটা আসলে একটি রেসিস্টর বা রোধ যেটা পরিবর্তনশীল। আর রেগুলেটর ফ্যানের সাথে সিরিজে কানেক্ট করা হয়। তাই না? তো আমরা যখন রোধ কমিয়ে জিরো করি তখন ভোল্টেজ ডিভাইডার রুল অনুযায়ী এর এক্রোসে কোন ভোল্টেজ ড্রপ হয় না সো ফ্যান ফুল স্পিডে ঘোরে। যখন রোধ বাড়িয়ে দেই তখন এর এক্রোসে ভোল্টেজ ড্রপ হয়, রেগুলেটর গরম  হয় আর ফ্যান আস্তে ঘোরে। এখানে জিনিসটা খেয়াল করেন আপনি রোধ কমান বা বাড়ান ভোল্টেজ কিন্তু পুরাটাই ইউজ হচ্ছে মানে সাইন ওয়েভ ১০০% ইউজ হচ্ছে। তাই এইক্ষেত্রে বিল এর কোন পরিবর্তন আসবে না।

কিন্তু যখন আপনি ইলেকট্রনিক রেগুলেটর ইউজ করেন। তখন বিল কম আসবে ফ্যান আস্তে ঘোরালে কারন এই রেগুলেটর ট্রায়াক বেইসজ। এইটা দিয়ে সাইন ওয়েভ কন্ট্রোল করা যায়। মানে আপনি যখন কম রেগুলেট করেন তখন সাইন ওয়েভের কম অংশ ইউজ হয় ফলে বিদ্যুৎ খরচ কম হয় আর বিলও কম আসে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 2,027 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 3,839 বার দেখা হয়েছে
+2 টি ভোট
2 টি উত্তর 3,235 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 498 বার দেখা হয়েছে

10,897 টি প্রশ্ন

18,595 টি উত্তর

4,746 টি মন্তব্য

866,528 জন সদস্য

42 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 42 জন গেস্ট অনলাইনে
  1. Muhammad Al-Amin

    540 পয়েন্ট

  2. আব্দুল্লাহ আল মাসুদ

    420 পয়েন্ট

  3. rikvip68name

    100 পয়েন্ট

  4. Sunwin07shac

    100 পয়েন্ট

  5. keonhacai07shnet

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা কী পদার্থবিজ্ঞান প্রযুক্তি সূর্য স্বাস্থ্য মাথা গণিত প্রাণী মহাকাশ বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা লাল মনোবিজ্ঞান আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো উদ্ভিদ পা মন কি বিস্তারিত রঙ পাখি গ্যাস সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ সময় চার্জ অক্সিজেন দাঁত ভাইরাস বিড়াল আকাশ গতি কান্না আম
...