Swadhin Biswas-
হ্যাঁ মহাবিশ্বতে মজুদই তো আছে।
আলো থেকে উদ্ভিদ শক্তি গ্রহন করে সেই শক্তি আমরা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে গ্রহন করছি সেই শক্তি আমাদের শরীরে সঞ্চয় হচ্ছে। আমাদের দেহের ভোকাল কর্ড সেই শক্তিকে বায়ুর উপস্থিতিতে শব্দ শক্তিতে রুপান্তর করছে,, শব্দ শক্তি কারো কানে গিয়ে কম্পন যোগায় অথবা পরিবেশে মিশে যায় অন্য শক্তিতে রুপান্তর হয়ে যায়।