এক ভাষার শব্দ অন্য ভাষার হতে হলে ঐ ভাষা সার্বজনিন হতে হবে অর্থাৎ লোক মুখে প্রচলিত থাকতে হবে। তবে সবসময়ই যে একদম একই উচ্চারন থাকতে হবে তা নয়। যেমন টেবিল এর আসল উচ্চারন টেবল। আর অভিধানে যুক্ত করতে ঐ ভাষার বোর্ড এর ভাষানিদ, গবেষক রা সিদ্ধান্ত নেন। বাংলা ভাষার বোর্ড হলো বাংলা একাডেমি।