স্বাভাবিক ভাবে চিন্তা করলে এইটা অনেকটাই অসম্ভব। যেহেতু কাছাকাছি দুইটি দেশ এ একই সাথে দিন ও রাত হওয়া সম্ভব নয়। তবে কিছুটা দূরবর্তী দেশ হলে চেষ্টা করে দেখা যেতে পারে। এক্ষেত্রে আপনার দুটো কথা মাথায় রাখতে হবে।
১। আলোর উৎস যথেষ্ট হতে হবে যাতে করে অন্য দেশকে আলোকিত করতে পারেন।
২। নির্দিষ্ট কোণ এ প্রয়োজনীয় সংখ্যক আয়না এমনভাবে রাখতে হবে যাতে করে আলো তার যাত্রাপথে খুব বেশি বাধাগ্রস্ত না হয় অর্থাৎ গাছপালা, স্থাপনা ইত্যাদিতে বাধা না পায় এবং গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারে।
মনে রাখবেন আলো যদি এমন কোন মাধ্যমে আপতিত হয় যেখানে সম্পূর্ণ শোষিত হয় তাহলে তা আর গন্তব্যে পৌঁছতে পারবেনা।