পৃথিবীর মোট শক্তি অপরিবর্তিত নয়। পৃথিবী একটি ওপেন সিস্টেম। এখান থেকে শক্তি বাইরের মহাবিশ্বে চলে যেতে পারে, উন্মুক্ত মহাবিশ্ব থেকে শক্তি পৃথিবীতে আসতে পারে।
মুলত মহাবিশ্বের মোট শক্তির পরিমান ধ্রুব। সুর্য থেকে তাই তাপ এসে পৃথিবীর মোট শক্তি বৃদ্ধি করলেও মহাবিশ্বের মোট শক্তি একই থাকে।