নিম্ন রক্তচাপে খুব অসুবিধা , খুব কম মারাত্নক রোগ হয় ৷ উচ্চ রক্তচাপে বিভিন্ন অঙ্গপ্রতঙ্গ প্রভাবিত হয়৷ যেটিতে বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ বেশি জড়িত , সেটিতে লক্ষণ বেশি থাকে ৷ নিম্ন রক্তচাপে অঙ্গ প্রত্যঙ্গ খুব বেশি জড়িত না থাকায় তাতে লক্ষণ খুব বেশি প্রকাশ পায় না ৷