মাইগ্রেন হচ্ছে একধরনের মাথাব্যথা। এ ব্যথা সাধারণত মাথার এক দিকে হয়। তবে কখনো এ ব্যথা মাথার দুদিকেও হতে পারে। মাইগ্রেনের সমস্যাটি সামান্য শব্দ, আলো, গন্ধ, বাতাসের চাপের তারতম্য কিংবা কোন খাবারের প্রভাবে শুরু হতে পারে। মাথাব্যথা শুরু হলে তা কয়েক ঘণ্টা, এমনকি কয়েক দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। মাথার যেকোনো অংশ থেকে এ ব্যথা শুরু হতে পারে এবং পরে তা পুরো মাথায় ছড়িয়ে পড়তে পারে| এ রোগের প্রধান লক্ষণ হচ্ছে মাথাব্যথা ও বমি ভাব। এছাড়া মাথাব্যথা শুরুর আগে অন্যান্য উপসর্গ যেমন অতিরিক্ত হাই তোলা, কোনো কাজে মনোযোগ নষ্ট হওয়া, বিরক্তিবোধ ইত্যাদি হতে পারে।
মানসিক চাপ ও দুশ্চিন্তার সাথে মাইগ্রেনের সম্পর্ক:
যখন কেউ ভয়ানক এবং ভয়ঙ্কর পরিস্থিতির স্বীকার হোন যেমন হঠাৎ খুব মন্দ বা কস্টকর সংবাদ পাওয়া, খুবই ঝামেলাপূর্ণ দিন অতিবাহিত করা ইত্যাদি কারণে মাইগ্রেনের ব্যথা তীব্র আকার ধারন করতে পারে। স্ট্রেস বা কঠিন মানুসিক চাপও এর বৃদ্ধির কারণ হতে পারে। যখন কেউ স্ট্রেস বা কঠিন মানসিক চাপগ্রস্থ থাকে তখন শরীরের কিছু উপাদান ও হরমোনের মাত্রা হঠাৎ করে বেড়ে যায়। এর ফলেও মাইগ্রেনের ব্যথা বেড়ে যায়।