Nishat Tasnim-
কিছু মশা যেহেতু পরিষ্কার পানিতে বেশি জন্মায় তাই বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে নতুন করে জমা স্বচ্ছ পানিতে মশার উপদ্রব বাড়তে পারে। কেননা বৃষ্টির পানি জমা স্থানগুলো মশার লার্ভার বিস্তার ও প্রজননের সবচেয়ে অনুকূল স্থান। যেখানে মশার লার্ভা খুব বেশি মাত্রায় জন্মায়। তবে মুষলধারে বৃষ্টিতে লার্ভা ধুয়ে মুছে শেষ হয়ে যায়। থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হলে মশার সংখ্যা বাড়ে।