Ashikur Rahaman - শীতের শুরুতে অতিরিক্ত ঠান্ডার কারনে মশা মারা যায় কিন্তু এরা যে ডিম গুলো পেড়ে যায় সেগুলা শীতকালে Hatched হয়, তবে এর জন্য অবশ্যই অনুকূল পরিবেশ প্র‍য়োজন, যেমন-বাড়ির পাশে মজা পুকুর, বদ্ধ ড্রেন ইত্যাদি। এগুলার কোনো একটা না থাকলে শীতকালে মশা কামড়ানোর সম্ভাবনা কম,তবে বাংলাদেশের ৯০% ক্ষেত্রে এইগুলা পাওয়া যায়। আবার যদি শীতকালে বৃষ্টি হয় তাহলে পরের দুই তিন দিন মশা বেড়ে যেতে পারে -এখানে বৃষ্টির পানি মশার hatching এ সাহায্য করে থাকে।