Nishat Tasnim-
আলোর গতি ৩×১০^৮ মিটার প্রতি সেকেন্ডে। অর্থাৎ আলো ১ সেকেন্ডে প্রায় ৩০ কোটি মিটার বা ৩ লক্ষ কিলোমিটার যেতে পারে। তাহলে ৬ লক্ষ কিলোমিটার যেতে ২ সেকেন্ড লাগবে।
এভাবে দুরুত্ব যত বেশি হবে সময় তত বেশি লাগবে।
আমরা কোন বস্তু তখনই দেখি যখন ওই বস্তু থেকে আলো রিফ্লেক্ট হয়ে অথবা ওই বস্তু থেকে আলো নির্গত হয়ে আমাদের চোখে আসে।
উদাহরণস্বরূপ , পৃথিবী থেকে সূর্যের দুরুত্ব প্রায় ১৫ কোটি কিলোমিটার। এবং সূর্যের আলো পৃথিবীতে আসতে প্রায় ৮ মিনিট ১৩ সেকেন্ড লাগে। অর্থাৎ সূর্য থেকে কোন আলোক রশ্নি বের হলে আমরা তা ৮ মিনিট ১৩ সেকেন্ড পরে দেখতে পাই। তারমানে সুর্যের দিকে তাকালে আমরা যে প্রতিচ্ছবি দেখি তা ৮ মিনিট ১৩ সেকেন্ড আগেরকার সুর্যের ছবি।
কিন্তু পৃথিবী তে আমরা আমাদের চারপাশে যা দেখি তা তাতক্ষনিক ঘটনা। কারন এখানে আলো রিফ্লেক্ট হয়ে আমাদের চোখে আসে ১ সেকেন্ডের ও কম সময়ে।
এখন ১ আলোকবর্ষ মানে হল আলো ১ বছরে যে দুরুত্ব অতিক্রম করে। তাহলে ৬৫ মিলিয়ন আলোকবর্ষ মানে ৬৫ মিলিয়ন বছরে আলো যে দুরুত্ব অতিক্রম করে।
এখন ডাইনাসরের যুগের বা ৬৫ মিলিয়ন বছর আগের কিছু আলো রিফ্লেক্ট হয়ে বর্তমানে ৬৫ মিলিয়ন আলোকবর্ষ দূরে গিয়ে পৌছেছে। তাই সেখানে থাকা এলিয়েন দূরবিন দিয়ে যা দেখবে তা তো ৬৫ মিলিয়ন বছর আগের সেই ডাইনাসরের প্রতিচ্ছবি। আমাদের বর্তমান অবস্থা দেখতে তাদের আরও ৬৫ মিলিয়ন বছর লেগে যাবে।
©Zihad Hasan