সাপ কখনোই স্ব প্রনোদিত হয়ে মানুষকে আক্রমণ করে না। আসলে, এখানে আক্রমণ শব্দটি ব্যবহার করা হয়তো উচিত হয় নি৷ কেননা সাপ কখনো মানুষকে আক্রমণ করে না বরং মানুষ সাপকে আক্রমণ করে, তখন আত্মরক্ষার্থে সাপ দংশনের উদগ্রীব হয়।
যাইহোক, মানুষ যেহেতু সাপের খাদ্য তালিকায় নেই সেহেতু সাপ কখনো শিকারের লক্ষে মানুষকে দংশন বা বিষ প্রয়োগ করে না।
যখন সাপকে বিরক্ত, আক্রমণ করা হয় অথবা ভুলবশত আহত করা হয় বা রাগিয়ে দেয়া হয় তখন সাপ ছোবল দিতে পারে।
উল্লেখযোগ্য বিষয় হলো, প্রায়শই এধরণের পরিস্থিতিতে ভয় দেখানোর জন্য সাপ দংশন করলেও অনেক সময় বিষ ঢালে না৷ আবার কখনো কখন বিষের পরিমাণ খুব সামান্যও হয়ে থাকে।
- নাহিদ জাহান ভূঁইয়া। Student Executive : Science Bee