কেউ কেউ মনে করেন যে গাভিন (গর্ভবতী) গরুর মূত্রই সব চেয়ে পুষ্টিকর কারণ এতে বিশেষ হরমোন থাকে। বিশ্বাস করা হয় যে গোমূত্রের ব্যবহারে প্রায় 80 রকমের অনারোগ্য রোগের এবং অন্যান্য সমস্যার নিরাময় করা যায়। ঔষধি গুণ ছাড়াও গোমূত্রের আরও অনেক ব্যবহার আছে। জৈব চাষে ব্যাপকভাবে গোমূত্র সার হিসাবে ব্যবহার করা হয়।