Rifat Ul Islam Rishad-
বর্তমান বিশ্বের বিভিন্ন অনুষ্ঠান বা পার্টির এক আকর্ষণীয় অংশ হচ্ছে অ্যালকো”হল পান করা। এর ক্ষতি সম্পর্কে আমরা অনেকেই অবগত হলেও এটা থেকে দূরে সরে যাওয়া কিছুটা হলেও কঠিন হয়ে পড়ে।
যেসব ব্যক্তি অ্যালকো”হল পানে অভ্যস্ত এবং এতটাই আসক্ত যে এটা থেকে তারা বেরিয়ে আসতে পারে না, তাদের নানারকম স্বাস্থ্যগত সমস্যা দেখা দেয়। তার মধ্যে অন্যতম হচ্ছে তাদের মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশ cortex দ্রুত সংকুচিত হতে থাকে, তাদের স্বাভাবিক অনেক কাজে মস্তিষ্ক উপযুক্ত সুবিধা দিতে পারে না। ব্যাপার টা বেশ মারাত্মক ।
তবে সম্প্রতি USA এর Stanford University এর একটি দলের গবেষণায় দেখা গিয়েছে যে, সেসব ব্যাক্তি যদি অ্যালকোহল পান করা বন্ধ করে দেয়, তবে ৭.৩ মাসের দিকে তার মস্তিষ্ক প্রায় পুরো ক্ষতি পুনরুদ্ধার করে ফেলে , অর্থাৎ তাদের মস্তিষ্কের ওই Cortex অংশ পুনরায় পুরু হতে থাকে এবং এক পর্যায়ে এটি প্রায় সেই ক্ষতিগুলো পূরণ করে এমন অবস্থায় আসবে যে, তাদের আর অ্যালকোহল পান করা থেকে বিরত থাকা ব্যাক্তিদের মস্তিষ্কের তেমন একটা পার্থক্য থাকবে না ।