Nishat Tasnim-
আধুনিক চিকিৎসা শাস্ত্রের অভিধান মতে,
Rx প্রতীকটি ল্যাটিন ‘recipe’ শব্দ থেকে নেওয়া, যার অর্থ হল "To take" অর্থাৎ ‘আপনি নিন’। কিন্তু এর উৎপত্তির সাথে জড়িত পৌরাণিক কাহিনী। তাই বিভিন্ন ধর্মের বিভিন্ন দেশে Rx ব্যবহার নিয়ে প্রশ্ন উঠলে চিকিৎসা শাস্ত্রের অভিধানে Rx শব্দ টি যোগ করা হয় যার আধুনিক অর্থ দেওয়া হয় " To Take".
এবার একটু ইতিহাস দেখা নেওয়া যাক-
সূচনা হয় মিশরীয় পূরানে-
প্রাচীন মিশরের ক্ষমতাধর দেবতার নাম হোরাস। আর হোরাস ছিল সুস্বাস্থ্যের প্রতীক এবং স্বাস্থ্যের দেবতা। প্রাচীন মিশরীয়দের মধ্যে ‘উটচাট’ বা ‘হোরাসের চোখ’ নামে এক ধরনের কবচের প্রচলন ছিল যাকে মিশরীয় ফারাওরা ভাবতেন নিজেদের সুরক্ষার হাতিয়ার হিসেবে এবং সুস্বাস্থের প্রতীক যা সর্বরোগ প্রতিহত করতে পারে। এই কবচটির নাম এমন হওয়ার কারন এর প্রাথমিক আকৃতি অনেকটা হেরাসের চোখের মত ছিল। হোরাসের ডান চোখ সুর্যের (Ra) এবং বাম চোখ চন্দ্রের (X) প্রতিনিধিত্ব করে বলে মিশরীয় রা বিশ্বাস করতো। আর দুইটি মিলে Rx.
পরবর্তীতে ইনবে সিনা সহ অনেক মুসলিম চিকিৎসা শাস্ত্রে অসামান্য অবদান রাখলে মিশর চিকিৎসা জগতে সামনের কাতারে চলে আসে এবং মিশরীয় পুরাণের প্রভাবে Rx প্রতীক প্রকাশ লাভ করে।
জেরুসালেমে পরিবর্তন সাধন -
মৃত ব্যক্তিকে জীবত করা, অন্ধকে দৃষ্টি দান, ধবল রোগীকে ভালো করার অলৌকিক ক্ষমতা ছিল যিশুর। তখন জেরুসালেমের সব চিকিৎসক রোগীদের কে যিশুর কাছে পাঠাইতে লাগলেন। তখন দেশের প্রধান পাদ্রী পূর্বের "হোরাসের চোখ" Rx এর অর্থ পরিবর্তন করার উদ্যোগ নিলেন। তিনি ঠিক করলেন -
R = Refer to এবং X = Jesus Christ,
অর্থাৎ Rx = Refer to Jesus Christ. মানে ‘যিশুর নামে পড়া শুরু করুন’
তখন থেকে জেরুসালেম এবং খ্রিস্টান সমাজে এই অর্থের প্রচলন শুরু হয়।
আধুনিক কালে অনেক মুসলিম দেশ এবং অন্য ধর্মের দেশ এই দুই মতবাদ কে মেনে নিতে অস্বীকৃতি জানায়। কিন্তু কালের পরিক্রমায় Rx প্রেসক্রিপশনের প্রতীক হয়ে দাঁড়ায়। ফলে চিকিৎসা শাস্ত্ররের ঐতিহ্য মাথায় রেখে এটা বাদ দেওয়ার প্রায় অসম্ভব হয়ে যায়। তখন বিকল্প ব্যবস্থা হিসেবে মেডিকেল সাইন্সের নিয়ম অনুসরণ করে Rx এর নতুন অর্থ ঠিক করে দেওয়া হয় যা এখন বিশ্বব্যাপী স্বীকৃত।
©DR.Md.Mahfuzur Rahman
DVM,RU