জাতীয় ফল, ফুল, পশু, পাখি ইত্যাদি প্রতীক মাত্র। একটা প্রতীক নিজে অল্পই অর্থ বহন করে, কিন্তু প্রতীক নির্দেশ করে কিছু একটার প্রতি, ঐ কিছু একটা জিনিসটাই গুরুত্বপূর্ণ। কাঁঠাল, আম গাছ, দোয়েল, বাঘ ইত্যাদি বিভিন্ন পরিপ্রেক্ষিতে বাংলাদেশের প্রতীক। আমি একটা ছবিতে শাপলা ফুল এঁকে বাংলাদেশ বোঝাতে পারি, অথবা একটা দোয়েল পাখি বা কাঁঠাল এঁকেও।
কাঁঠাল এবং আম গাছ প্রতীক হিসেবে মন্দও না। বাংলাদেশের প্রকৃতি এবং সংস্কৃতির সাথে মানানসই।
এইকারনেই জাতিয় ফল কাঠাল এবং জাতীয় গাছ আম গাছ বলা হয়