Anamika Sultana Sayida-
এমন হতে পারে। সেজন্যে রক্ত দানের পর তুলা বা বড় ব্যান্ডেজ ফেলে দিয়ে স্ট্রাইপ ব্যান্ডেজ ব্যাবহার করতে হবে এবং ব্যান্ডেজ এর আশেপাশে সাবান পানি দিয়ে ধুয়ে দিতে হবে।
তাছাড়া একদম অপরিচিত কারোর থেকে রক্ত নিলে শরীর নতুন জিনের সাথে সহজে মানিয়ে নিতে পারে না। তখনও চর্মরোগ জাতীয় সমস্যা দেখা দেয়। তবে নির্দিষ্ট সময় পর তা ঠিক হয়ে যায়।