Ovique Rahaman-ট্রোভেন্টস নামের পাথরের প্রাণ আছে কিনা তা নিয়ে গবেষণা চলছে। রোমানিয়ার কোনো এক গ্রামে পাওয়া যায়। পাথরের কোনো এক অংশ আকারে বাড়ে। পানির দিকে চলনও ঘটে এদের। অনেক পেপার আবার একে মহাজাগতিক পাথর বলেছে। যদিও এর পক্ষে তেমন প্রমাণ নেই।কিছু কিছু জায়গার আস্তরণ বাদে সাধারণ পাথরের মতোই। মূলত এই আস্তরণের অংশই বৃদ্ধি পায়।