Nishat Tasnim-
প্রথমতঃ পানি ছাড়া এই পৃথিবীতে জীবনের অস্তিত্ব বিকাশ ঘটতো না।
দ্বিতীয়তঃ আমাদের প্রোটোপ্লাজমের 90% হচ্ছে পানি যাকে জীবদেহের ভৌত ভিত্তি বলা হয়।
তৃতীয়তঃ সৃষ্টির শুরুতে এ পৃথিবীতে অক্সিজেন ছিলনা। একমাত্র পানির উপস্থিতির দরুণ এই পৃথিবীতে আদি উদ্ভিদের জন্ম হয়েছে এবং সেগুলো ব্যাপক সালেকসংশ্লেষণ ঘটিয়ে কার্বন-ডাই-অক্সাইডকে অক্সিজেনে রূপান্তর করেছে এবং আমরা জানি যে উদ্ভিদ এক ধরনের জীব।
আবার ধরুন, আপনি কোন গ্রহে কলোনি করতে চান সেক্ষেত্রে কি জরুরি? সেই গ্রহে পানি থাকা নাকি বায়ুমণ্ডলে অক্সিজেন থাকা? উত্তর হলো পানি। কারণ পানি থেকে আপনি অক্সিজেন বানাতে পারবেন, সেটা রিসাইকেল করতে পারবেন। কিন্তু শুধু অক্সিজেন থেকে পানি বানানো সম্ভব নয়। সাথে হাইড্রোজেন দরকার। ব্যাপারটা আসলে এত সহজ নয়। কিন্তু একেবারে খোলাখুলি ব্যাখ্যা করতে গেলে এটাই দাড়ায়। তাই বিজ্ঞানীরা যেকোন গ্রহে আগে পানি খোঁজেন। তারপর বায়ুমণ্ডলে অক্সিজেন।
এ কারণে পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয়।