Nishat Tasnim-
ক্যাকটাস (Cactus) হচ্ছে মরুভূমির উদ্ভিদ। আমরা জানি, মরুভূমিতে পানির পরিমাণ অপর্যাপ্ত থাকে। পাতার সাহায্যে উদ্ভিদ ৯৫% পানি বের করে দেয়। এখন, মূলরোম দিয়ে পানি শোষিত হোক আর নাই বা হোক, পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে পানির নিষ্কাশন প্রক্রিয়া চলতে থাকে।পাতার আকার ও আকৃতি যতো বড় হবে, পাতায় পত্ররন্ধ্রের সংখ্যাও ততো বেশি থাকবে। শারীরবৃত্তীয় কার্যক্রম গুলো অব্যাহত রাখার জন্যে প্রয়োজনীয় পানি ধরে রাখতে ক্যাকটাস গাছের পাতার আকার-আকৃতি ক্ষুদ্রাকার কাটার মতো হয়ে যায়।