পারদ সবথেকে ভারী ধাতু নয় এর থেকেও ভারী ধাতু প্রকৃতিতে আছে। তাই প্রশ্নটা একটু অন্যভাবে চিন্তা করে, উত্তরটা দিতে হবে।
পারদ, প্রতি এক ঘন সেন্টিমিটারে 13.59 গ্রাম থাকে । কিন্তু এর থেকেও বেশি ঘনত্বের পরমাণু ( ধাতব মৌল ) পাওয়া যায়। এমনকি পারমাণবিক ভরের দিক থেকেও মার্কারি খুব বেশি ভরের অধিকারী না।