Fahimuzzaman Fahim- (নিউরোট্রান্সমিটার হল এক রকমের কেমিক্যাল যেটা সাধারনতঃ নার্ভকোষে সব সময় তৈরী হয়ে চলেছে। যখন নার্ভ এর উত্তেজনা হয় তখন সেটা বাইরে বেরিয়ে এসে অন্য নার্ভকে উত্তেজিত করে, এই ভাবে এক নার্ভ থেকে অন্য নার্ভে যোগাযোগের জন্য আমরা সকল অনুভূতি পেয়ে থাকি।)
ব্রেনের বা মস্তিষ্কের নিউরোট্রান্সমিটারের মধ্যে দুটি বিশেষ উল্লেখ যোগ্য হরমোন , এপিনেফ্রিন(norepinephrine) ও সেরোটোনিন(serotonin)
কোন কারনে এই এপিনেফ্রিন যে নার্ভকোষের উপর কাজ করে তার বেশী ক্রিয়া করে জন্য ডিপ্রেসন হয়ে থাকে । অন্যদিকে যে কোন কারনে নার্ভে সেরোটোনিন(serotonin) ঘাটতি দেখা দিলে ও ডিপ্রেসন হয়ে থাকে । এ ছাড়া ও আরেকটি হরমোন আছে যাকে ডোপামিন বলা হয় । এই ডোপামিন(Dopamine) নিউরোট্রান্সমিটার কম হওয়ার জন্য ও ডিপ্রেসন হয়ে থাকে ।
সে জন্য এই নিউরট্রান্সমিটার সমূহ সঠিক ভাবে নিয়ন্ত্রিত করতে পারলেই ডিপ্রেশন বা মানসিক অবসাদ থেকে মুক্তি পাওয়া সম্বভ । সদ্য আবিষ্কৃত আর কয়েকটি নিউরোট্রান্সমিটার আছে যেমন, অ্যসিটাইলকোলিন(Acetylcholine) , গাবা( GABA-Gama Amino Butyric Acid) ইত্যাদির ঘাটতির ফলে ডিপ্রেসন হতে পারে বলে মনে করা হয় ।
থাইরয়েড (thyroid hormone) হরমোন ও গ্রোথ (Growth hormone) হরমোন কম হলে ডিপ্রেসন হয়ে থাকে। অথবা ব্রেনের আকৃতির পরিবর্তন বা কার্যকলাপের যে কোন অসুবিধায় ডিপ্রেশন হতে পারে, বিশেষ করে মস্তিষ্কের নার্ভ শুঁকিয়ে গেলে ডিপ্রেশন সহ আর অনেক ধরণের মারাত্মক সমস্যার সৃষ্টি হবেই এবং এইসব হরমোন সমূহ বৃদ্ধি বা কমতি অনেকটা নির্ভর করে শারীরিক , বংশগত, এবং পরিবেশগত কারনের উপর অথবা অন্য যে কোন অসুখের আক্রমণের উপর।