Nishat Tasnim-
সব মেয়েরা যে তেলাপোকা ভয় পায় তা নয়। তেলাপোকা ভীতিকে বলে Katsaridaphobia। ভয়ের জন্য দায়ী হরমোন হচ্ছে adrenocorticotropic বা ACTH।
আমি কয়েকজন মেয়েকে এই প্রশ্নটা করার পর তাদের অধিকাংশেরই উত্তর ছিল "এটা ভয়ের থেকেই বেশি 'গা' ঘিনঘিন করা ব্যাপার"। আসলে তেলাপোকার পায়ে ধারালো খাঁজকাটা খাঁজকাটা কিছু অংশ থাকে যার কারনে দেয়াল বা কোথাও এরা বসে থাকতে পারে। সেই খাঁজকাটা পা নিয়ে হঠাৎ গায়ে বসলে শরীরে 'বিঁধে যায়' কিছুটা, এটাই প্রধান রহস্য। তাছাড়া তেলাপোকা বাথরুম খুব পছন্দ করে। তো যে প্রাণী বাথরুম ঘুরে এসেছে সে শরীরে লাগুক সেটা কেউই চাইবেনা। শুধু মেয়েরাই নয়, অনেক ছেলেরাও তেলাপোকা ভয় পায়। এটা মূলত adrenocorticotropic বা ACTH এর জন্য হয়।